
ফরিদ উদ্দিন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়ার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।২৪ মে জুমাবার সকালে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা।
উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুধীর বিকাশ দেব, বিশিষ্ট সাংবাদিক জসিম উদ্দীন চৌধুরী সবুজ, সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, আমীর হোসেন মেম্বার, ছাত্রলীগ নেতা নবাব আলী,জি এম রহিম। অনুষ্ঠানে মাষ্টার হাসান আলী ও মাষ্টার সঞ্চলনা করেন মোস্তফা।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, ৪ তলা বিশিষ্ট নতুন ভবন শীঘ্রই হয়ে যাবে বাকী কাজ গুলো করে দেওয়া প্রতিশ্রুতি দেন।
প্রফেসর সুধীর বিকাশ দেব বলেন, প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করে বলেন অত্র বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী ক্লাস রুমের অভাবে কষ্ট হছে পড়া লেখার, একটি নতুন ভবন ও বাউন্ডারি ওয়াল, একটি কম্পিউটার ল্যাব ছাত্রীদের জন্য ওয়াশ রুম প্রয়োজন কথা তুলে ধরেন।পরিশেষে প্রধান অতিথি এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক সদস্য, সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।