মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ ও আনজুমানে নওয়াজন চন্দনাইশ দোহাজারী পৌরসভা শাখার উদ্যোগে প্রথম বারের মতো পৌর সদর বোটঘাট জামে মসজিদে বায়তুশ শরফ তরিকার নিয়মানুসারে ওয়াজ জিকির ও মিলাদ মাহফিল ০৮ মে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে তকরির পেশ করেন বায়তুশ শরফের বিশিষ্ট ওয়ায়েজ ও মাদরাসা শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মোহাম্মদ নুরুল কবির।
আরো উপস্থিত ছিলেম আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন ফারুকী, হাফেজ শওকতুল ইসলাম, জিকির ও মোনাজাত পরিচালনা করেন পটিয়া আলমদর পাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ নছিম উদ্দীন।
মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয় আগামীতে প্রতি ইংরেজি মাসের তৃতীয় বুধবার মাসিক জিকির মাহফিন অনুষ্ঠিত হবে দোহাজারী পৌরসভা সদর (বোটঘাটা) জামে মসজিদে।
পড়েছেনঃ ৩২৮