দেশচিন্তা নিউজ ডেস্ক:
চান্দগাঁওস্থ শোহাদায়ে কারবালা ও আমরা সচেততন পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেড়ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও যুব রেড়ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান ২৬ অক্টোবর বেলা ১১টায় সংগঠনের উপদেষ্টা মোঃ রাসেলের সভাপতিত্বে চান্দগাঁও মডেল স্কুলের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম,এ,কেন্দ্রীয় সহ সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্টের বোর্ড মেম্বার ডাঃ শেখ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক কাউন্সিলর আলহাজ্ব নুরুল ইসলাম, কক্সবাজার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন, সাবেক ছাত্রনেতা অলিদ চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য নঈম উদ্দীন, সমাজসেবক মোঃ নুর নবী, আবদুর রশিদ, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাঈল হক চৌধুরী ফয়সাল, নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, আমরা সচেতন পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন, সহ সভাপতি মোঃ সেকান্দর, সাধারণ সম্পাদক মোঃ মিজান, যুগ্ম সম্পাদক মোঃ মাসুদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, কাজল দাশ, দীপন দাশ, ইঞ্জিনিয়ার হোসাইন মুরাদ, ডা: জামাল উদ্দিন, প্রভাষক সুমন দত্ত, চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন ডাঃ মোঃ মহিউদ্দীন, ডাঃ জান্নাতুল ইয়াসমিন, ডাঃ প্রিয়াংকা চৌধুরী, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ লুৎফুর রহমান, ডাঃ শাহাদাত হোসেন পাটোয়ারী, ডাঃ বদিউল আলম, ডাঃ এম,আর,কে, রুবেল, ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ ফয়েজ উল্লাহ, ডাঃ সৈকত চৌধুরী, ডাঃ মোঃ জহিরুল ইসলাম, ডাঃ এ,পি,বড়ুয়া, ডাঃ তাওহিদুল ইসলাম সাঈদী, ডাঃ আবদুল গফুর, ডাঃ জসিম উদ্দীন, ডাঃ সাইদুর রহমান সাঈদ, ডাঃ খায়রুল ইসলাম, ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম রাসেল, ডাঃ জামাল উদ্দীন, ডাঃ বিপ্লব চক্রবর্তী, ডাঃ উজ্জ্বল চক্রবর্তী, ডাঃ সুমন বিশ্বাস, ডাঃ ইসরাত হোসেন, ডাঃ মাহবুব আলম, ডাঃ সুজন প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দরিদ্র মানুষের কল্যাণে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। যেখানে মানুষের দুর্যোগ, দুর্ভোগ, যেখানে মানুষ অসুস্থ সেখানে বাংলাদেশ রেড়ক্রিসেন্ট ও যুব রেড়ক্রিসেন্ট অগ্রণী ভুমিকা পালন করে থাকে। তিনি বলেন আজকে শাহাদায়ে কারবালা ও আমরা সচেতন পরিষদ যৌথ উদ্যোগে প্রায় ৬০০ রোগীর জন্য বিনামূল্যে যে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণের উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসার দাবীদার। তিনি বলেন বর্তমান সরকার দেশের চিকিৎসা ব্যবস্থায় এক অভূতপূর্ব সাফল্য অর্জন করে চলেছে। বর্তমানে দেশের সবকটি বিভাগীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি ও বেসরকারি চিকিৎসদের তিনি আন্তরিকতার সহিত দেশের মানুষের চিকিৎসা সেবা প্রদানের আহবান জানান। সরকারের উন্নয়ন কর্মযজ্ঞকে এগিয়ে আমাদের সকল নাগরিক সমাজ তথা মানুষের কল্যাণে ভুমিকা রাখার আহবান জানান। তিনি এরকম মহতি কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখার আহবান জানান। সামনের শীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করারও আহবান জানান।