দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর ৩৯ নং ওয়ার্ড মাইলের মাথায় জাসদের উদ্যোগে চাকমা, মারমা সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভা আজ ২৬ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজী সেকান্দর সওদাগর। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম-১১ আসন থেকে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী জননেতা জসীম উদ্দিন বাবুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মহেশখালের মুখে যথাশীঘ্রই স্লুইচ গেট স্থাপন করে এলাকার লক্ষ লক্ষ মানুষকে সীমাহীন দুর্ভোগ এর হাত থেকে রক্ষা করতে হবে। এই এলাকায় অসহনীয় যানজট মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। যানজট নিরসনের জন্য বিকল্প সড়ক ব্যবস্থা করার জন্য তিনি জোর দাবি জানান। তিনি আর ও বলেন, যানজটের অন্যতম কারণ কন্টেইনার ইয়ার্ড গুলো বন্দর এলাকা থেকে ২০ কিমি দূরে সরিয়ে নিতে হবে। জসীম উদ্দিন বাবুল বলেন আসন্ন নির্বাচনকে একটি মহল ষড়যন্ত্র করছে। যে কোনো মূল্যে জঙ্গিবাদ ও জামাত শিবির চক্রকে প্রতিহত করে এই সরকারের অধীনে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আহম্মদ শরীফ, কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, মহানগর জাসদের সহ সভাপতি নৃপতি রঞ্জন বড়ুয়া, বন্দর থানা জাসদের সভাপতি মফিজুর রহমান, বন্দর থানা জাসদের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ ফয়েজী, হাজী কামাল, আমানউল্লাহ, এনায়েত, আবুল কালাম, জাহেদ, হাজী মো ইসহাক, হাজী আবদুর শুককুর, জানে আলম বাবর, নয়ন, জামশেদ প্রমুখ। চাকমা-মারমা সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তৃতা রাখেন সুবিমল চাকমা, অনুসৃত চাকমা, সচিং হা মারমা প্রমুখ।