
মুহাম্মদ ফরিদ উদ্দীন; সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা সাতকানিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
২৬ মার্চ অনুষ্ঠিত সভায় প্রোগ্রামার আইসিটি সহকারী অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া – লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এমএ আব্দুল মোতালেব সিআইপি এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকি, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার, সাতকানিয়া থানা তদন্ত (ওসি) মোঃ আতাউল হক চৌধুরী,
সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজুর নবী খোকন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, বীর কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহমদ প্রমূখ।
প্রধান অতিথি সংসদ সদস্য এমএম মোতালেব সিআইপি বলেন- বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে নিজের জীবনের বাজি রেখে যেভাবে দেশকে রক্ষা করেছিল তেমনি তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। শুধু তাদের নয় পরিবারকেসহ সকলের সহযোগিতা করতে হবে। সাতকানিয়া লোহাগাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারদের নিয়ে নতুন একটি সাতকানিয়া লোহাগাড়া উপহার দিতে চাই।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন- মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের পিতা সমতুল্য এবং শ্রদ্ধার পাত্র। এই মহান পিতাদের আত্মত্যাগের প্রয়াস আমরা কখনো শোধ করতে পারবোনা৷
আপনাদের মনোবল এত শক্ত ছিল লাঠি সোটা গাছ বাস নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এই দেশকে স্বাধীন করেছে। তাহা আমাদের এই যুগের মানুষ কখনো সাহস করবেনা। আপনারা বীর সন্তান সাহসিকতার সহিত শত্রুদের সাথে মোকাবেলা করছেন৷ এই মহান পিতাদের কারণে হয়ে গেল বাংলাদেশ নামে একটি দেশ৷
















