আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাট বাজারে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (৬ মার্চ) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
উচ্ছেদ অভিযানে কেরানিহাটে চট্টগ্রাম – কক্সবাজার মহসড়কের পাশ্ববর্তী প্রায় ৩ কি.মি. জায়গার মধ্যে ছোট, বড় স্থায়ী, অস্থায়ী ৩ শতাধিক অবৈধ স্থাপনা, দোকান, বিলবোর্ড অপসারণ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়।
উচ্ছেদের সময়ে মহাসড়কে অবৈধ পার্কিং এর অপরাধে এক প্রাইভেট কার চালককে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, পুরো উপজেলায় ধারাবাহিকভাবে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং কেরানিহাটকে দখলমুক্ত ও যানজট মুক্ত রাখার জন্য সকলের সহযোগিতায় সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্র্যাফিক পুলিশ, সাতকানিয়া ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ