আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চরখাগরিয়া রসুলপুর আলহাজ্ব নুর আহমদ জেবুন্নিছা দাখিল মাদরাসার পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম সাতকানিয়ার চরখাগরিয়া রসুলপুর আলহাজ্ব নুর আহমদ জেবুন্নিছা দাখিল মাদরাসার দাখিল পরিক্ষার্থীর বিদায় সংবর্ধনা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস (রহঃ) এর স্মরণে ইছালে ছাওয়াব মাহফিল ১০ ফেব্রুয়ারি শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে মাদারাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মহিউদ্দিন নোমানের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন চরখাগরিয়া রসুলপুর আলহাজ্ব নুর আহমদ জেবুন্নিছা দাখিল সভাপতি ও মরহুম আলহাজ্ব আহমুদুর রহমান বাদশাহ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। উদ্বোধক ছিলেন মাদারাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও খাগরিয়া ২ নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম দুলাল।

 

প্রধান মেহমান আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ রিদওয়ানুল হক,
বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শাহ্ আলম, চট্টগ্রাম ছাত্রলীগের উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এইচ এম নুরুল আমিন, প্রবাসী মোহাম্মদ ইউচুপ।

 

আরো বক্তব্য রাখেন নাজমুল হোসেন, মাওলানা আবদুসালাম, জুলফিকার আলি। অত্র মাদ্রাসা দাতা সদস্য আবদুল্লাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম ও সাদেক হোসেন। ছাত্রছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন ছাত্রী সানজিদা, সাকিব।

অনুষ্ঠান সঞ্চলনা করেন মাওলানা আলহাজ্ব আবুল হোছাইন কালিয়াইশী ও আবুল হোসনে আজাদ, প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়ালেখা করে ভালো রেজাল্ট অর্জনে মাদ্রাসার সুনাম চারিদিকে ছড়িয়ে দিতে হবে। প্রধান মেহমান রিদুয়ানুল হক বলেন, আমরা পড়ালেখার পাশাপাশি বাবাদের সাথে ক্ষেতে খামারে কাজ করে পরিবারকে সহযোগিতা করার মাধ্যমে আজ অধ্যাপক হয়েছি। বড়দের শ্রদ্ধা সম্মান ও ছোটদের ভালো আচরণ করতে হবে বেশি বেশি। ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যাবহার কম করার পরমর্শ দেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সুপার মাওলানা মহিউদ্দিন নোমান বলেন, তোমাদের ভালো ফলাফলে মাদ্রাসার সুমন উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে।
পরিশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদারাসার সাবেক সুপার মাওলানা শাহ আলম হুজুর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ