
সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া উপজেলার ১৭ টি ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দের সমন্বয়ে এক বিশেষ সভা এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু ছালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সমিতি গঠিত হয়।
০৩ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত সভায় এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহকে সভাপতি, সাতকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক। সহ-সভাপতি হিসেবে বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু।
প্রধান উপদেষ্টা হলেন চট্টগ্রাম – ১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি। উপদেষ্টা হিসেবে মনোনীত হলেন- চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের।
সমিতির সদস্যবৃন্দ হলেন- কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, আমিলাইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, সোনাকনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান,
কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আহমদ, ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদোয়ানুল হক সুমন, পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম রিমন,
খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী, চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রুহুল্লাহ চৌধুরী, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনম সেলিম।