
দেশচিন্তা নিউজ ডেস্ক:
নগরীর ৪১ ওয়ার্ডের বিভিন্ন স্থানে এলাকাবাসীর সাথে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃ খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে মতবিনিময় সভা পরিচালনা করে আসছেন।
তারই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর পশ্চিম মোহরা পল্টন তালুকদার বাড়ি ও কাজী বাড়ি এলাকাবাসী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, উন্নয়ন, ভালোবাসা ও মানুষের মন জয় করেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নির্বাচনকে ঘিরে বিএনপির জোট নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে। ওরা আবারও ক্ষমতায় গেলে এদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলবে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এই উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে।
মোহাম্মদ রফিকের সভাপতিত্বে ইমরান উদ্দিন রাজু ও মো. মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক রফিকুল আলম, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী, এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ হাসেম, নাছির উদ্দিন, মো. জামাল মাস্টার, মোহাম্মদ ইলিয়াস, কাজী মহিউদ্দিন, মো. নুরুল আবছার, আব্দুর রহিম, ওমর ফারুক। যুবলীগ নেতা কাজী মামুন, তসলিম উদ্দিন, নুরুল আবছার, মো. শফি, কফিল উদ্দিন, মো. জসিম, মো. আরজু, মো. আলী আকবর, মো. আজম, নুর মোহাম্মদ, মো. ফারুক, বাবলু, জিয়াউল হক, রিয়াজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইছহাক, মো. হোসেন, শহীদুল্লাহ কায়ছার। মহানগর ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সাইফুল সুরুজ, মোস্তফা কামাল, আনোয়ার হোসেন, মো. আরিফ, নাফিস উদ্দিন।