
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ক্ষমতায়নে নারীর সরাসরি অংশগ্রহনের সুযোগ আসায় নারীরা এখন সকল ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। ধর্মের অপব্যখ্যা দিয়ে নারীদের অবরোধবাসিনী করে রাখলে দেশের আর্থ সামাজিক ক্ষতি অনিবার্য। বাস্তবতা মেনে নিয়ে বিভিন্ন দেশ আজ নারীদের ক্ষেত্রে উদারতা দেখাচ্ছে। নারীর অধিকার ও অগ্রগতির পথে বাঁধা সৃষ্ঠিকারী মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনা সৃষ্ঠিকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। নারীরা আজ আত্মনির্ভরশীল হয়ে পরিবারের অভাব ঘুচাতে ভূমিকা রাখছে। আজকের বাংলাদেশের নারীসমাজ পূর্বের যে কোন সময়ের চাইতে সচেতন ও আত্মনির্ভরশীল। নারীদের মেধা ও শ্রম দেশ গঠনে শক্তি যোগাচ্ছে। সন্তানের নামের পিছনে মায়ের নাম ব্যবহার, চাকুরী ক্ষেত্রে নারীদের সুযোগ, বিভিন্ন বাহিনীতে নারীদের চাকুরী প্রদান প্রমান করে শেখ হাসিনা সরকারের বদান্যতায় নারীরা আর ঘরে বন্দী হয়ে থাকতে নারাজ। তিনি আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য নারীদের ভূমিকা রাখার আহবান জানান।
তিনি ২২ অক্টোবর বিকেল ৪টায় বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে ও শাহানাজ পারভীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহিদা আক্তার জাহান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা হাজী শফিউল আলম সওদাগর, বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাইদুর রহমান খোকা, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবদুল মান্নান রানা, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী এড: নিলুফার জাহান, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীম আরা বেগম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কাউন্সিলর রেহেনা আক্তার পারভীন, শাইলা শবনম নিম্মি, পারভীন আক্তার, লাকী আক্তার, রমা বৈদ্য, রাশেদা বেগম, জোবাইদা রুনু, সানিতা জাফর উর্মি, পাপড়ী দে, শর্মিলা বড়–য়া প্রমুখ।