আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

লোহাগাড়ায় মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মো.ইকবাল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়ায় ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পদুয়া নয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার হাজী জালাল আহমদের পুত্র আবছার উদ্দিন ( ৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়া ইলিয়াস মেম্বার বাড়ির আবদুল কাদেরের পুত্র মো জুবাইর (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মো. বাবুলের পুত্র মো. জাহেদ ( ২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তিনজনই মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে জানায় চিকিৎসক। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লাশ হস্তান্তর করা হবে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ