আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি: ১ লক্ষ টাকা জরিমানা, গাড়ি জব্দ

সাতকানিয়া সংবাদদাতা :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমান সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর ১নং ওয়ার্ডের গোলাম নবীর পুত্র মোক্তার আহমদ (৪৭) কে হাতেনাতে আটক করা হয়।

এসময় ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে সিএনজি সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ হেফাজতে প্রদান করা হয়।তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ