আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

খেলতে গিয়ে বেখেয়ালে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রী নিহত

এস এম জাকারিয়া, মীরসরাইয়ে (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তা আক্তার (১০) নামের স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ১৯ জানুয়ারী শুক্রবার উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

 

সে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব মায়ানী গ্রামের চুনিমাঝি বাড়ির প্রবাসী মো. শাহীন হোসেনের মেয়ে। সে আবুতোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার স্বজনদের থেকে জানা গেছে, শুক্রবার বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল সে। একপর্যায়ে বাড়ির পেছনে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে সে মারা যায়।

 

তার শিক্ষক ও প্রতিবেশী ওমর ফারুক আদর বলেন- মুক্তা আমার প্রাইভেট ছাত্রী। আজ দুপুরে খেলতে গিয়ে বাড়ির পেছনে বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে চিৎকার শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একটি মেয়ে মারা যাওয়ার খবর শুনে তাদের বাড়ি ছুটে যাই, এবং সার্বিক বিষয় তদারকি করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ