আজ : সোমবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সীতাকুণ্ডে অটোরিকশাসহ গাড়ীর বিশাল লাইন, গ্যাস সংকটে  দুর্ভোগে মানুষ

এম, ইব্রাহিম খলিল সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় গ্যাস সংকটে পড়েছে সাধারণ মানুষ। সি এন জি অটোরিকশা, গ্যাস চালিত গাড়ি মাইলকে মাইল লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 

গত বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকাল দশটায় পর থেকে হালকা গতিতে গ্যাস সরবরাহ হতে দেখা গেছে। কাফকো ও সিউএফএল, শিকলবাহা গ্যাস স্টেশন নির্ভর সব শিল্পখানা বন্ধ হয়ে গেছে।
(এলএনজি) টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে বন্ধ রয়েছে। ফলে মানুষের ঘরে চুলা জ্বলে না বন্ধ রয়েছে রান্না-বান্না।

 

এর ফলে (১৯ জানুয়ারি) শুক্রবার সকাল থেকে খাবার হোটেল গুলোতে ভিড় করছেন মানুষ। খাবার এর জন্য হাঁ হাঁ কার পড়ে গেছে চট্টগ্রামের মানুষের মধ্যে।   খাবারের দোকানীদের বিরুদ্ধে বেশি দামে খাবার বিক্রির অভিযোগ।

 

কর্ণফুলীর পরিচালকরা জানান, কক্সবাজারের মহেশখালীতে সাগরের তলদেশের সঞ্চালন পাইপলাইনের (কনভার) মাধ্যমে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ করা হয়।  কনভার্টের মধ্যে একটি গত নভেম্বর থেকে রক্ষণবেক্ষণের কাজ চলছিল। একটি পাইপলাইন দিয়ে এতদিন সরবরাহ চলছিল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রক্ষণাবেক্ষণ করা কনভার্টারটি সংযুক্ত করা হচ্ছে।  কিন্তু মধ্যরাত থেকে নতুন কনভার্ট জেনারেটর বিকল হয়ে গেছে।

কর্ণফুলীর ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) আমিনুর রহমান বলেন, ‘গতকাল ও রক্ষণাবেক্ষণ কনভার্টারটি কমিশন করা হয়েছে। আরও অন্যটি রি কমিশনিং করে প্রস্তুত করা। এর রক্ষণাবেক্ষণ মধ্যে সংস্পর্শ করা কনর্ভাটার যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। ব্রেড ইসি বন্ধ রয়েছে।’শনিবার থেকে হালকা ভাবে চালু হয়েছে।’

চট্টগ্রাম ইস্পাত, সিমেন্ট, শিপ ব্রেকিং, ঢেউটিন, গার্ম্ন্সের মতো শিল্প খাতে কয়েক হাজার ব্যবসায়িক আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন।
চট্টগ্রামের পূর্বে সিলেট শ্যুটলাইপ সিলেট এবং কুমিল্লার অঞ্চলের আনা আগঞ্জ বাখরাবাদ পাইন দিয়ে। কিন্তু এলএনজি লাইনিং শুরু করার পর আশুগঞ্জ বাখরাবাদ পাইকে বাল্ব লাগিয়ে ওয়ান-ওয়ে করা হয়। ফলে চট্টগ্রাম থেকে শুধু নেওয়া যায়, আনা যায় না।

সকাল থেকে নগরীর বিভিন্ন হোটেলে হোটেল-রেস্তোঁরায় ভিড় করতে দেখা গেছে।  ছুটির সকাল অনেক বেকারি বন্ধ পাউরুটি পাওয়া যায় নি। সিলিন্ডার দিয়ে রান্না করতে হচ্ছে।
গাড়ি চালকরা বলে, দীর্ঘ লাইন ধরে গ্যাস নিতে হয়েছে, মালিক কে পুরো ভাড়া দিতে হবে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ৪ হাজার ঘনফুট সরবরাহ ২ হাজার ৫০০ ঘনফুট ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ