
মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীর পৌর সদরের বাহার উল্লাহ পাড়া এলাকায় ১৫ জানুয়ারি (সোমবার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে ২ টি বসতঘর ও তিন জনের মালিকানাধীন ১টি গ্যারেজ পুড়ে ছাই হয়ে যাওয়াতে অন্তত ৮/১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ও স্থানীয় সুত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন, বসতঘর মালিক নজরুল ইসলাম ও আনসারুল ইসলাম। এবং গ্যারেজ মালিকরা হলেন, আব্দুল হালিম, নুরুল ইসলাম, আবুল কালাম।
এবিষয়ে পৌর মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে গিয়েছি।এই অগ্নিকাণ্ডে ২ টি বসতঘর ও ১টি গ্যারেজসহ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আযাদুল ইসলাম বলেন, বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, ৪.৪৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই ঘটনায় ২টি বসতঘর ও ৩ ব্যক্তি মালিকানার ১টি গ্যারেজ পুড়ে গেছে। ২টি বসতঘর ও ১টি গ্যারেজ পুড়ে যাওয়াতে ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে বলেও জানান আযাদুল ইসলাম।