নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন কলেজ গেইট এলাকায় সবজি ভর্তি মিনিট্রাক পিক-আপ (চট্টমেট্রো-নং ড-১১-৩১৪৯) এর ধাক্কায় ১ বৃদ্ধা নিহত হয়।
২১ অক্টোবর ভোর সাড়ে ৬ টায় সাতকানিয়া উপজেলার বাজালিয়ার মৃত বিশ্বজিৎ শর্মার স্ত্রী শেফালি ঘোষ (৮০) রাস্তা পারাপারে সময় কক্সবাজার অভিমূখী মিনিট্রাক পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। জানা যায় শেফালী শর্মা উপজেলার বরমা মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনায় শিকার হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত মিনিট্রাক ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে শেফালী শর্মার লাশ সৎকারের জন্য তার পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়। পিক-আপ চালক ও হেল্পার পলাতক রয়েছে। হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেছেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত বৃদ্ধার লাশ উদ্ধার করেন। দুর্ঘটনায় কবলিত গাড়িটি আটক করে থানায় নিয়ে আসেন। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।