
শহিদুল ইসলাম শহিদ (প্রতিনিধি) থানচি, বান্দরবান:
উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে থানচি উপজেলায় দুইটি পূজামন্ডপ থানচি সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দির ও বলীপাড়া হিন্দু পাড়া দুর্গা মন্দিরে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব বিজয়া দশমী প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। ১৯ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় শারদীয় দূর্গোৎসব ৪ দিনব্যাপি উর্দযাপনের শেষে দশমীতে থানচি উপজেলায় দুইটি পূজামন্ডপের প্রতিমা সাঙ্গু নদীর জলে বিসর্জন দেওয়া হয়।
স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালিদের ব্যাপক অংশগ্রহণে হিন্দুদের শারদীয় দূর্গা উৎসবের সম্প্রীতি বন্ধন হিসেবে আনন্দ মেলায় পরিণত হয়েছে। স্থানীয় মারমা,ত্রিপুরা,তঞ্চঙ্গ্যা, চাকমা ও বড়ুয়া মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষদের ও পূজামন্ডপে পূজার আনন্দ উপভোগ করতে দেখা গেছে ।
সাঙ্গু নদিতে প্রতিমা বিসর্জনের পাশাপাশি নারীদের সিধুর খেলা এবং নৃত্যর তালে তালে নারী পুরুষদের রং খেলা মাধ্যমে উপভোগ করেছে। ৩নং থানচি ইউয়িনের উৎসব উর্দযাপন কমিটির সভাপতি সঞ্জিত সাংবাকিদের জানায় দীর্ঘ ২৪ বছর পর আমরা এই দূর্গোৎসব আয়োজন করতে সক্ষম হয়েছি ।