
স্টাফ রিপোর্টার : নগরের বায়েজিদে গ্রাম থেকে বড় বোনকে ডাক্তার দেখাতে আসেন জোহরা বেগম (৬০)। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তারা। ছুরির ভয় দেখিয়ে তাদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী।
(১৬ ডিসেম্বর) শনিবার নগরের অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করে পুলিশ।
আটককৃত দুইজন হলেন, মো. জাহেদ (২০) এবং মো. তারেক ওরফে তারেক জিয়া (২২)। এর মধ্যে জাহেদ লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর ৯ নম্বর ওয়ার্ডের মো. রফিকের ছেলে এবং তারেক জিয়া চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়িয়ার মো. হারুনুর রশিদের ছেলে। তবে তারা দুজনেই চট্টগ্রাম নগরের বায়েজিদের অন্ধ কলোনীতে ভাড়া বাসায় থাকেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ঘটনার পরেই ভুক্তভোগী নারী থানায় অভিযোগ জানালে জড়িত দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।