
লোহাগাড়া সংবাদদাতা : চট্টগ্রমের লোহাগাড়ার বড়হাতিয়া পকুরের পানিতে ডুবে জাওয়াদ নামের সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
(১৬ ডিসেম্বর) শনিবার দুপুর সাড়ে ১২টার সময় বড়হাতিয়া ৯ নম্বর ওয়ার্ড দেওয়ান পাড়ায় এ ঘটনা ঘটে। জাওয়াদ ওই এলাকার খোরশেদ আলম খোকনের ছেলে।
স্থানীয় ডা. খালেদ দেওয়ান বলেন, জাওয়াদ আমার চাচাত ভাইয়ের ছেলে। খেলতে খেলতে বাড়রি পাশে পুকুরে পড়ে যায় সে। অন্যান্য শিশুরা চিৎকার দিলে বাড়ির লোকজন এসে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারে শোকের মাতম চলছে। তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পড়েছেনঃ ১১৩