আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে আওয়ামী লীগ প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনে শোকজ

মীরসরাইয় সংবাদদাতা : চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের আওয়ামী লীগ প্রার্থী মাহবুব রহমান রুহেলকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান এ শোকজ করেন। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

শোকজের চিঠিতে বলা হয়, চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মী-সমর্থকদের আপনার (মাহবুব রহমান রুহেল) অনুসারী কর্মী-সমর্থকরা হুমকি-ধামকি, হামলা ও প্রাণে মেরে ফেলার ভয়-ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ প্রসূত ও ওসকানিমূলক বক্তব্য প্রচার করছেন। আপনার অনুসারী কর্তৃক উপরোক্ত কার্যাবলী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১(ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় আপনার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবরে কেন সুপারিশ করা হবে না, তা আগামী ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১২ ডিসেম্বর মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেলের অনুসারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানার নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মী মাসুদ রানাকে মারধন করেন। এ ঘটনায় মাসুদ রানা বাদী হয়ে ১৩ ডিসেম্বর ৭ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনের বিরুদ্ধে মীরসরাই থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। এ কারণে আওয়ামী লীগ প্রার্থী মাহবুব রহমান রুহেলকে শোকজ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ