আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অবরোধের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যুবদলের মিছিল

সাতকানিয়া সংবাদদাতা:
বিএনপির ডাকা ৩৬ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ও হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার – মহাসড়কের সাতকানিয়া অংশের মিঠাদিঘী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাতকানিয়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১১ তম দফায় বুধবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যানের নির্দেশনায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে সাতকানিয়া যুবদলের মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক সোলাইমান বাবুল, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা অবরোধ চলছে চলবে, অবৈধ তফসিল মানিনা মানবোনা সহ সরকারের পদত্যাগ চেয়ে নানা ধরনের স্লোগান দেয়। এসময় তারা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ