
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন দামপাড়া এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি ডাবল ডেকারের বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপার। (৩ ডিসেম্বর) রবিবার রাত ৯টার দিকে সৌদিয়া বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই হেলপারের নাম মো. নাজিম উদ্দিন বলেন, যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ঠিক ওই সময়ে হঠাৎ ১০/১২ জন ছেলে লাঠিসোঁটা হাতে আশপাশের বাসে ভাঙচুরের চেষ্টা চালায়। সামনে আমাদের বাস পড়লে চালকের ডান পাশের গ্লাস ভেঙে ফেলে তারপর বাসে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে আমি হাত পুড়ে আহত হই।তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে তাদের কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, কিছু দুবৃর্ত্তরা বাসে আগুন দিতে এসে মশাল দিয়ে রিল্যাক্স গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে। এ সময় গাড়ির হেলপার আহত হয়। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’