আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে -তথ্যমন্ত্রী

ঢাকা ব্যূরো : ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা উচিৎ বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ (৪ নভেম্বর) সোমাবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এরআগে তথ্যমন্ত্রীর সঙ্গে তার দফতরে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী বলেন, ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ডের বিরোধী আমরা। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ। একবিংশ শতাব্দিতে ফিলিস্তিনের গাজায় যেভাবে নারী-শিশুদের হত্যা করা হচ্ছে, যারা এ ঘটনায় ইসরায়েলের পক্ষে কথা বলছে; তাদের মানবাধিকার নিয়ে সবক দেওয়া শোভা পায় না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উচিত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ