
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত ও চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত আসন-৫ এর সদস্য ও বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরাইয়া খানম লিলির আগমনে ফুলেল শুভেচছা ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ (২৮ জুলাই) শুক্রবার উপজেলার কেরানীহাটের একটি ক্লাবে সাতকানিয়া মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সহ-সভাপতি মমতাজ বেগম, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবু তাপস দত্ত, পুরাণগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুল হক শিকদার, সাতকানিয়া উপজেলার ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক দিনার মাহামুদ ফারুক, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও মহিলা সদস্য বৃন্দ এবং মহিলা লীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।