আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক ও এক শিশু আহত

সাতকানিয়া প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ও এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার এওচিয়ার ৯নং ওয়ার্ডের গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, এওচিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গার মদিনা নগর এলাকার এম এ হাসানের ছেলে এস এম কামরুল ইসলাম (৪৫) ও উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার আব্দুর রহিমের ছেলে শিশু মোহাম্মদ রাফি (৫)। আহতদের মধ্যে কামরুল ইসলামকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিশু রাফিকে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি ইংরেজি জাতীয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো হিসেবে কর্মরত আছেন। বিভিন্ন সময় সাতকানিয়া এলাকার মাটিকাটা, বালু উত্তোলনসহ ইয়াবার বিরুদ্ধে লেখালেখি করায় একটি মহল তার বিরুদ্ধে এ হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর। ঈদের ছুটিতে অফিস শেষে বাড়িতে আসলে চিহ্নিত একটি চক্র এই হামলা চালায়। সাংবাদিক কামরুল ইসলামকে এলোপাতাড়ি গুলি করার সময় একটি শিশুও আহত হয়। উদ্ধার করে তাদের সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গুলিবিদ্ধ শিশু মোহাম্মদ রাফির দাদা ও চায়ের দোকানি শামসুল ইসলাম ওরফে পুতুন বলেন, রোববার দুপুর একটার দিকে কামরুল ইসলাম চায়ের দোকানের সামনের বেঞ্চে বসে আলাপ করছিলেন। এ সময় মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত এসে অস্ত্র বের করে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কামরুল ও দোকানের ভেতরে থাকা আমার নাতি গুলিবিদ্ধ হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, কামরুল নামে এক ব্যক্তিকে গুলি করা হয়। এ সময় তার পাশে থাকা এক শিশুও গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় অস্ত্রপাচার করা হয়েছে।কারা এ হামলা চালিয়েছে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ