আজ : রবিবার ║ ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ║১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ║ ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে প্রতিবেদন ১৮ জুন

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে। আগামী ১৮ জুন পর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।

এরআগে মার্কিন যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ির সন্ধান পাওয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন।

জানা যায়, এসকে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ