
হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক মনোনীত করতে আজ ৮ সেপ্টেম্বর বুধবার সকালে বৈঠকে বসে শূরা কমিটি। সকাল সাড়ে ১১টার দিকে বৈঠকে মাওলানা মুফতি আব্দুস ছালামকে মহাপরিচালক ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা শোয়েব জমিরী। তিনি বলেন, ‘সকালে শূরার কমিটির বৈঠকে মুফতি আব্দুস ছালামকে মহাপরিচালক ঘোষণার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পড়েছেনঃ ৪৩৭