
সাতকানিয়া সংবাদদাতা: গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং পাহাড়ী ঢলে উপজেলার নিন্ম চরাঞ্চল এবং বিল অঞ্চলসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। আমিলাইষ ইউনিয়নের চরাঞ্চল পানিতে ডুবে গিয়ে বিভিন্ন ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে
বুধবার (২৮ শে জুলাই) রাতে উপজেলার বাজালিয়া এলাকায় সাংঙ্গু নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে, ডলু নদী ও সাঙ্গু নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। এতে চর অঞ্চলের ক্ষেত ও ফসলাদি নষ্ট হয়ে পড়েছে।
চরতি ইউনিয়নের দুরদুরী এলাকার বিল অঞ্চল ডুবে প্লাবিত
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বাজালিয়া, নলুয়া, চরতি, আমিলাইষ সহ বিভিন্ন নিম্ন চর অঞ্চলের ক্ষেত জমি ডুবে গিয়ে ফল-ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ ড. শহিদুল ইসলাম বলেন, সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল (বজ্রমেঘ) মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে ভারি বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রামে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত ও জোয়ারের পানির উচ্চতার কারণে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের সম্ভাবনা রয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।