
সাতকানিয়া সংবাদদাতা
শনিবার ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গরুর বাজার এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, এসময় পাচার কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ এবং একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নোয়াখালী মাইজদী রতনপুর এলাকার আবুল হাশেমের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ আরমান, ঢাকার ধামরাইর ইসলামপুর এলাকার আব্দুল সোবহানের ছেলে মো. ওয়াসিম এবং একই থানার সুঙ্গর এলাকার আরশাদ আলীর ছেলে মোশাররফ হোসেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৬৪ লাখ ৮০ হাজার টাকা। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়েছেনঃ ৩৪৪