আজ : মঙ্গলবার ║ ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ║৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ║ ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাত নয়টা পর্যন্ত দোকান শপিং মল খোলে দেয়া হোক -চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাত নয়টা পর্যন্ত দোকান শপিং মল খোলে দেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ সরকার কে ধন্যবাদ জানিয়েছেন লকডাউনের মধ্যেও দোকান শপিং মল খোলে দেয়ায়। গতবছরেও লকডাউনের কারণে ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ঋণ এখনো শোধ করতে পারেনি। ব্যবসায়ীরা সরকারের নিকট প্রণোদনা দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ দোকান মালিক সমিতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সপ ওনার্স এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ ২৫ এপ্রিল হোটেল প্যারামাউন্টের হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ছালেহ আহমেদ সুলেমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
চট্টগ্রাম মেট্রোপলিটন সপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিনিয়র সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন,
চট্টগ্রাম মেট্রোপলিটন সপ ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তাক আহম্মদ, তামাকুন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান, তামাকুন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, বিপনী বিতান মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ ছগির আহমদ, তামাকুন্ডি লেইন বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল, চট্টগ্রাম মেট্রোপলিটন সপ ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন-১, কামাল উদ্দিন-২, ফরিদ উদ্দিন, তামাকুন্ডি লেইন বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, টেরীবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর, বুক সোসাইটি মার্কেটের সভাপতি তৌহিদুল আলম, আর এস রোড মার্কেটের সভাপতি আবুল কাশেম, গোলাম রসুল মার্কেটের সভাপতি রিন্টু বড়ুয়া, মতি টাওয়ার মার্কেটের সভাপতি মোঃ জামাল হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সপ ওনার্স এসোসিয়েশনের প্রচার সম্পাদক নাজিম উদ্দিন লিটন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, তামাকুন্ডি লেইন বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, উদ্দিন, অর্থ সম্পাদক বজলুর রহমান, মোঃ হানিফ, আনোয়ার হোসেন, ফারুক, ইমতিয়াজ, এমরান প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ