দেশচিন্তা নিউজ ডেস্ক:
সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ চট্টগ্রাম আগ্রাবাদ জোনাল অফিসের উদ্যোগে গ্রাহকদের প্রত্যাশিত সুবিধার্তে ইন্সুরেন্সের ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের কোম্পানীর জোনাল অফিসের জে.পি.ডি রোকেয়া সুলতানার গ্রাহক জেবুন্নেসাকে এস ভি ও মেয়াদ উত্তীর্ণ শেষে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানীর জুনিয়র এ.এম.ডি, আগ্রাবাদ অফিস ইনচার্জ রিজুয়ান আহামদ কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোম্পানীর জে.পি.ডি রোকেয়া সুলতানা, জে.ই.ডি উত্তম চক্রবর্ত্তী এবং কর্মকর্তাবৃন্দ।
পড়েছেনঃ ৫১২