
থানচি, বান্দরবানঃ উপজেলার একমাত্র ব্যাবসায়ী প্রাণ কেন্দ্র থানচি বাজারের প্রবেশমুখ ও দি হোটেল ডিস্কভারীর দক্ষিন পাশে অবস্থিত থানচি কেন্দ্রীয় জামে মসজিদ যা উপজেলা সদরে বসবাসকারি মুসলিম সম্প্রদায়ের একমাত্র প্রার্থনাস্থল।
দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা ভ্রমনপিপাসুরা ও আসা বা যাওয়ার সময় এবং শুক্রুবার জমা দিনে অত্র মসজিদে নামাজ আদায় করে থাকেন।
কিন্তু মসজিদ যাতায়ত সড়কে দক্ষিন পাশে ময়লা আবর্জনা স্তুপ জমে থাকাতে সড়কে চলাচলকারিদের মুখে নাকে মুখে হাত দিয়ে চলতে হচ্ছে দুর্ঘন্ধের কারনে ঝুকিতে থাকতে পারে শিশু ও বয়স্ক ব্যাক্তিগন
এই সড়কে শুদু মুসুল্লি চলাচল করে তা নই জেলা পরিষদের রেষ্ট হাউস,থানচি কুটিরসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও কর্মচারীগন বসবাস করে ।
সড়কে চলাচলকারিরা মনে করেন শিগ্রই যদি এই ময়লা আবর্জনা অপসারণ করা না হয় তাহলে জিবানুবাহিত রোগ কলেরা ডায়রিয়া প্রাদুর্ভাব উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়তে পারে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি এই বিষয়ে দেখবো ময়লা আবর্জনা অপসারণে কি করা যায়।