
মো. ইকবাল হোসেন: উপজেলার কাঞ্চনা ইউনিয়নের শাহ রশিদিয়া দাখিল মাদ্রাসার ভবন থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে অজগরটি উদ্ধার করে বন কর্মকর্তারা।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, অজগরটি উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা অজগরটি পার্শবর্তী পাহাড়ে অবমুক্ত করেছে বলে জানা যায়।
পড়েছেনঃ ৩৯৬