নূরনাহার নিপা
তুমি ছিলে এক সীমানায়
চলে গেলে দূর নীলিমায়।
স্বপের ডানায় ডানায় খুঁজি
স্থৃতির মনিকোঠায়।
প্রশান্ত ভরা ডুবির মতো ভাসছি
প্রশ্নরা ডাকে বার বার,
রঙ্গিন স্বপ্ন গুলো নিবিড় মায়া
কেউ জানে না কখন কি হয়।
তোমার বুকে মাথা রেখে
এক টুকরো সুখ খুঁজেছি
চাওয়া পাওয়া গুলো সীমিত
তবু ও কেউ কারো নয়।
চোখেের কোণে এক বিন্দু শিশির
মনের কোণে এক সিন্ধু অাবেগ
মরীচিকার দেহটা অকালে পুড়ে
ভালবাসা ক্ষয়ে ক্ষয়ে।
লেখক- নূরনাহার নিপা, চট্টগ্রাম।
পড়েছেনঃ ৬০৫