
দেশচিন্তা ডেস্ক: নিহতরা হলেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বড় কাকুড়িয়া গ্রামের রফি উদ্দীনের ছেলে রকি হোসেন (২০), ও ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০)।
মহেশপুর থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল বিকেলে ব্যক্তিগত কাজে রকি ও ইসমাইল চৌগাছা থেকে মোটরসাইকেলে করে মহেশপুর যাচ্ছিল। এসময় চৌগাছা মহেশপুর সড়কের নওদাগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের নিকটে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ইসমাইল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এবং রকিকে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাদিউর রহমান সিয়াম তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সিয়াম বলেন, রকির গুরুতর হেড ইঞ্জুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পড়েছেনঃ ৩৬৮