
নারায়ণগঞ্জের বন্দরে দেয়াল টপকাতে গিয়ে নিরাপত্তা বেষ্টনির লোহার রড বুকের ভেতর ঢুকে আলাউদ্দিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট সকালে উপজেলার একরামপুর ইস্পাহানী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আলাউদ্দিন একরামপুর ইস্পাহানী এলাকার কাবিল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলাউদ্দিন রাস্তার পাশে একটি বাড়ির দেয়াল টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তার হাত পিছলে দেয়ালের লোহার রডের ওপর গিয়ে পড়লে একটি রড বুকের বাম পাশে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, লোহার রডটি বুকের বাম পাশে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনও অভিযোগ নেই। তাই বিনা ময়নাতদন্তেই আলাউদ্দিনের লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে যান। আলাউদ্দিন স্থানীয় ইস্পাহানী ঘাটের নৌকার হেলপার হিসেবে কাজ করতো।