আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হোম কোয়ারেন্টিন ভেঙে এক প্রবাসীর বাল্যবিয়ের চেষ্টা

বিদেশ থেকে দেশে ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা এখন। তবে তা না থেকে বাল্য বিয়ে করতে আসেন এক প্রবাসী। ধরা পড়ে যাওয়ায় বিয়ের আসর থেকে পালালেন বর। ২০ মার্চ শুক্রবার রাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পয়ালী গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আচলছিলা গ্রামের কবিরাজ বাড়ির মনির হোসেনের সৌদি প্রবাসী ছেলে শাকিল গত ১২ মার্চ বাংলাদেশে আসেন। সরকারের নির্দেশনা অনুযায়ী তার ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তিনি তা মানেননি। তারওপর শুক্রবার রাতে উপজেলার পয়ালী গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়েকে (১৫) বিয়ে করতে যান। প্রবাসী যুবকের বাল্য বিয়ের খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বর শাকিল পালিয়ে যায়।

মতবল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ বলেন, ‘পুলিশ আসার খবর পেয়ে বর ও তার লোকজন পালিয়ে যায়। তবে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ