আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে প্রতিবন্ধী কোটার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিশেষ প্রতিনিধি:
সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখার দাবিতে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন । আজ ৭ অক্টোবর রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরীর বিভিন্ন কলেজের প্রতিবন্ধী শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা দুই নম্বর গেটে এলাকায় এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ প্রদর্শনকালে তারা কিছুক্ষণের জন্য রাস্তাও অবরোধ করেন। পরে পুলিশের সাহায্যে সড়কের মাঝেই অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে প্রতিবন্ধি শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রীয় সংবিধান যেখানে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সুবিধার কথা বলছে; সেখানে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি থেকে প্রতিবন্ধী কোটা বাদ দিয়ে বিমাতাসুলভ আচরণ করছে। আমরা নিজেদের অনেক ত্যাগের বিনিময়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এসেছি। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা অন্য ১০ জনের সঙ্গে প্রতিযোগিতায় পারবো না, তা আমরাও জানি রাষ্ট্রও জানে। এ অবস্থায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে অবশ্যই পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখতে হবে। আরও বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দিকটি বিবেচনা করবেন। সবাই জানে আমরা দেশের জন্য বিভিন্ন প্রতিযোগিতায় সম্মান বয়ে এনেছি। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের সুযোগ দেয়া হলে আমাদের মাধ্যমে দেশ হতাশ হবে না। আমাদের অর্জনের সুযোগ করে দিলে দেশকে আরো উন্নত পর্যায়ে পৌছাতে সম্ভব হবে বলে আশা রাখি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ