আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

শাশুড়িকে মারলো পুত্রবধূ আর বাড়ি ছাড়া করলো ছেলে !

মাকে মারলো পুত্রবধূ আর ছেলে করলো বাড়ি ছাড়া!

দিনাজপুরের চিরিরবন্দরে জবেদা বেওয়াকে (৬৫) বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে আব্দুল সালাম (৪০)। আর ছেলের বউ শাহিদা বেগম (৩৫) শাশুড়িকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জবেদা বেওয়া চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে বেশ কয়েকবার মনোমালিন্য হয়েছে তার। এজন্য তারা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। ২ মার্চ সোমবার বিকাল ৩টার দিকে ঝগড়া লাগলে ছেলে, ছেলের বউ ও তার বোন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ছেলের বউ তাকে মারতে শুরু করে। এসময় একটি বাঁশের লাঠি দিয়ে তার ঘাড়ে, পিঠে, পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় মারে। তার চিৎকারে নাতি এগিয়ে আসলে তাকেও মারে। পরে দু’জনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ছেলে বলে, ‘এবারের মত বেঁচে গেলি। সুযোগ পেলে হা-পা ভেঙে লাশ বানিয়ে রাখবো।’ পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলে, ‘এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এর পরিণতি ভালো হবে না। জীবনের স্বাদ চিরতরে মিটায়ে দেবো।’

এ ব্যাপারে জবেদা বেওয়া বলেন, ‘ছেলে আমাকে বলে আমি তোকে চিনি না। আমার ঘরে ছিটকিনি লাগিয়ে আমাকে বাইরে রাখছে। এখন আমার টয়লেটের দরজায় তালা ঝুলিয়ে রাখছে। আমি এসবের বিচার চাই।’

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, এরকম একটি অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দিয়ে আপাতত ওই মাকে ঘরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী বুধবার মা, ছেলে, ছেলের স্ত্রী ও তার শ্যালিকাকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। এরপরেও সুরাহা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ