আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তাৎক্ষণিক ২৯ নারী শ্রমিক হাসপাতালে!

নীলফামারীতে পরচুলা তৈরির একটি কারখানার ২৯ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে একসঙ্গে সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসক বলেছেন, সবাই শঙ্কামুক্ত আছেন।

২৯ ফেব্রয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় দিকে জেলা শহরের হাড়োয়া গ্রামে অবস্থিত এভারগ্রিন প্রোডাক্ট বিডি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান গোল্ডেন টাইমিং মেনুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় এই ঘটনা ঘটে। এরপর কারখানার সব শ্রমিককে তাৎক্ষণিক ছুটি দেওয়া হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহিম জানান, হাসপাতালে আসা রোগীরা প্রত্যেকে একই রকম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। প্রত্যেকে আতঙ্কের কারণে অসুস্থ্য হয়েছেন। তবে সবাই শঙ্কামুক্ত আছেন।

কারখানার শ্রমিক হাসিনা বেগম (২০) বলেন, ‘আমরা সকাল সাতটার দিকে কাজে যোগ দেই। দুজন শ্রমিক বমি করতে করতে মাথা ঘুরে পড়ে যান। এরপর একের পর এক অসুস্থ হতে থাকেন। আমরা ভয়ে কারখানা থেকে বেড়িয়ে আসি। পরে কারখানা ছুটি দেয়।’

নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক মো. মেজবাহুল হাসান চৌধুরী বলেন, ‘তারা প্রত্যেকে একই রকম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। মানসিক কারণে একজন থেকে প্রভাবিত হয়ে সাধারণত এটা হয়। এটাকে গণহিস্টোরিয়া বলা হয়। তারা আশঙ্কামুক্ত।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ