আজ : রবিবার ║ ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পুকুরে মিললো প্রাচীন কষ্টি পাথরের মূর্তির অংশ

বগুড়ার নন্দীগ্রামে পুকুর পুনরায় খননকালে কষ্টি পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তির ভাঙা অংশ পাওয়া গেছে। ১ মার্চ রবিবার দুপুরে পুলিশ উপজেলার ভাটরা ইউনিয়নের ভরমাজ গ্রাম থেকে এটি উদ্ধার করে। নন্দীগ্রামের কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুকবর তালুকদারের পুরাতন পুকুরটি পুনরায় খনন করা হচ্ছিল। দুপুরে শ্রমিকরা খেতে গেলে ওই গ্রামের রোকেয়া বেগম নামে এক গৃহবধূ পুকুরে বিষ্ণু মূর্তির ভাঙা অংশ দেখতে পান। তিনি মূল্যবান বস্তু ভেবে সেটি বাড়িতে নিয়ে রাখেন। এটি সরকারি সম্পদ তা জানার পর রোকেয়া মূর্তিটি গ্রামের একটি দোকানের পাশে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে ভাঙা মূর্তিটি উদ্ধার করে।

ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ধারণা এটি কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি। আইনগত প্রক্রিয়া শেষে মূর্তির অংশ প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ