বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার কালিকাপুর এলাকার এক গৃহবধূর মরদেহ তার শ্বশুরবাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। ১ মার্চ রবিবার মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত গৃহবধূর নাম নার্গিস বেগম (৩৫)। তিনি একই এলাকার আলমগির সরদারের মেয়ে এবং উপজেলার পুরাতন ডাক-বাংলো বাজারের ওষুধ ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের স্ত্রী।
নিহতের শাশুড়ি মোর্শেদা বেগম বলেন, ‘সকালে নার্গিসকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে বাড়ির সামনে পুকুরের ঘাটে তাকে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দিই। এরপর বাড়ির লোকজন এসে নার্গিসকে পুকুর থেকে উঠিয়ে আনে।’
গৃহবধূর চাচা মো. ইব্রাহিম বলেন, ‘নার্গিসের স্বামী রিয়াজ উপজেলার পুরাতন ডাক-বাংলো বাজারে ওষুধের ব্যবসা করেন। সেই সূত্রে সেখানে একটি মেয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে। বিষয়টি নার্গিস জানতে পেরে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয় রিয়াজ। এ কারণে রিয়াজ কারণে-অকারণে নার্গিসের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। আমার ধারণা, এই ঘটনার জের ধরে রিয়াজ পরিকল্পিতভাবে নার্গিসকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে।’ এ ঘটনায় রিয়াজসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে তিনি জানান।
ওসি বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হওয়া যাবে। তারপরও নিহতের পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।’