আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গৃহবধূর মরদেহ পুকুর থেকে উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার কালিকাপুর এলাকার এক গৃহবধূর মরদেহ তার শ্বশুরবাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। ১ মার্চ রবিবার মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত গৃহবধূর নাম নার্গিস বেগম (৩৫)। তিনি একই এলাকার আলমগির সরদারের মেয়ে এবং উপজেলার পুরাতন ডাক-বাংলো বাজারের ওষুধ ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের স্ত্রী।

নিহতের শাশুড়ি মোর্শেদা বেগম বলেন, ‘সকালে নার্গিসকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে বাড়ির সামনে পুকুরের ঘাটে তাকে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দিই। এরপর বাড়ির লোকজন এসে নার্গিসকে পুকুর থেকে উঠিয়ে আনে।’

গৃহবধূর চাচা মো. ইব্রাহিম বলেন, ‘নার্গিসের স্বামী রিয়াজ উপজেলার পুরাতন ডাক-বাংলো বাজারে ওষুধের ব্যবসা করেন। সেই সূত্রে সেখানে একটি মেয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে। বিষয়টি নার্গিস জানতে পেরে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয় রিয়াজ। এ কারণে রিয়াজ কারণে-অকারণে নার্গিসের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। আমার ধারণা, এই ঘটনার জের ধরে রিয়াজ পরিকল্পিতভাবে নার্গিসকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে।’ এ ঘটনায় রিয়াজসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে তিনি জানান।

ওসি বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হওয়া যাবে। তারপরও নিহতের পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ