আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুজিববর্ষে প্রযুক্তিগত সার্ভিসে উপকার পাবে ১০ কোটি মানুষ

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘মুজিববর্ষে প্রায় ১০০টি প্রযুক্তিগত সার্ভিস জনগণকে উপহার দেওয়া হবে। আর এসব সার্ভিস থেকে ১০ কোটি মানুষ উপকার পাবেন। পাশাপাশি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের আওতায় সারা দেশের প্রায় ৪০ হাজার তরুণকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে।’ এর আওতায় কুড়িগ্রামের ৫০০ যুবক প্রশিক্ষণ পাবেন বলে জানান তিনি।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মাণাধীন ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের (ডি-সেট) ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

পলক আরও বলেন, আমাদের লক্ষ্য সামনের দিনগুলোতে ১০ কোটি মানুষকে প্রযুক্তিগত সেবার আওতায় আনা।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টার্ট আপ বাংলাদেশ প্লাটফর্মের উপকার নিয়ে সামনের দিনগুলোতে তরুণরা আর চাকরি খুঁজবে না, চাকরি দেবে।

প্রতিমন্ত্রী বলেন, ৬৮ বছরের পিছিয়ে থাকা ছিটমহলের মানুষদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হবে মুজিববর্ষের উপহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আরেফীন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ