আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

পৃথ্বীরাজকেই উৎসর্গ করলাম ‘স্বপ্ন বিলিয়ে যাই’

সংগীতশিল্পী পৃথ্বীরাজ। এবার তাকে উৎসর্গ করা হয়েছে একটি একক নাটক। এর নাম ‘স্বপ্ন বিলিয়ে যাই’।
কারণ এই নাটকে স্থান পাওয়া, ‘একি ঘোর’ শিরোনামের গানের সংগীত পরিচালনা করেছিলেন পৃথ্বী।
জানা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ৯টায় নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
এটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী।
তিনি বলেন, ‘‌‘একি ঘোর’ গানটিতে যে ধরনের মিউজিক্যাল মোটিফ চেয়েছিলাম পৃথ্বী তা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। নাটক ছাড়াও আমার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি সংগীত পরিচালনা করেছেন। এভাবে তার অসময়ে চলে যাওয়াটা সত্যি দুঃখজনক। এসব ভেবে এই নাটকটি পৃথ্বীরাজকেই উৎসর্গ করলাম।’’
‘স্বপ্ন বিলিয়ে যাই’ নাটকটির গল্প গড়ে উঠেছে কানাডা প্রবাসী তমালকে ঘিরে। শিশু অধিকার নিয়ে গবেষণার কাজে দেশে এসে পুরান ঢাকার অলি-গলিতে স্বপ্ন ফেরি করে বেড়ায় সে।
পরিচয় হয় বিভার সঙ্গে। শিশুদের মতো বিভাও স্বপ্ন দেখে। তবে বাধা হয়ে দাঁড়ায় পুঁজিপতি মাহমুদ। এভাবেই পুঁজি ও পেশী শক্তির বিরুদ্ধে ঘাত-প্রতিঘাত নিয়ে এগিয়ে যায় তমাল-বিভার গল্প।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, আজমেরী আশা, মাজনুন মিজান, মুশফিক ফারহান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ