আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পারিবারিক কলহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

কিশোরগঞ্জ সদরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের কারণে স্ত্রী জ্যোৎস্না আক্তারকে (৪০) স্বামী চান মিয়ার (৫৫) ছুরিকাঘাত করে বলে ধারণা করছে পুলিশ। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

২৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের আজিমের বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জ্যোৎস্না একই ইউনিয়নের রঘুনন্দপুর গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জ্যোৎস্না বিয়ের আগে বিদেশে ছিলেন। বিদেশ থেকে ফেরার পর সাত-আট বছর আগে চান মিয়ার সঙ্গে বিয়ে হয়। স্ত্রীর কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিতো চান মিয়া। দেড় বছর আগে এসব নিয়ে স্ত্রীকে আরেকবার ছুরিকাঘাত করে সে। ওই যাত্রায় স্ত্রী বেঁচে যান। এ নিয়ে থানায় মামলাও হয়েছিল। পরে সামাজিকভাবে দুজনের বিরোধ নিষ্পত্তি হলে তারা একসঙ্গে থাকতে শুরু করেন। সম্প্রতি স্ত্রীর সম্পদ আত্মসাৎ ও আগের মামলা উঠিয়ে নিতে নানাভাবে চাপ দেয় চান মিয়া। এসব নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, ‘জ্যোৎস্না নিঃসন্তান ছিলেন। চান মিয়া আরও একটি বিয়ে করেছিলেন। স্ত্রীর টাকা-পয়সা আত্মসাৎ ও মামলা উঠিয়ে নেওয়া নিয়েই এই হত্যাকাণ্ড।’

তিনি আরও জানান, ঘাতক স্বামীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ