রাজধানীর শান্তিনগর পীর সাহেবের গলি থেকে এক তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই সোনিয়া (২৩) নামের ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরআগে সকাল সাড়ে ৬টার দিকে তাকে প্রথম অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
মৃত সোনিয়ার মা ইয়াসমিন জানান, তার মেয়ে বিভিন্ন মেলা বা পার্টিতে অংশ নিত। শনিবার সে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পড়েছেনঃ ৩১০