গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছেন তারা।
৫ মার্চের মধ্যে ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়া না হলে ৬ মার্চ ঢাকায় ইউজিসি ভবন ঘেরাও ও আমরণ অনশন শুরু করার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক।
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। এরপর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বর্তমানে এই বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।