আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

ময়মনসিংহের ভালুকায় পিকআপের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে পিকআপের চালকসহ দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতরা হলেন-নেত্রকোনা জেলার আব্দুল মজিদের ছেলে গাড়ি চালক আমিরুল ( ৩০) ও একই জেলার মনুরুদ্দিনের ছেলে শামীম (৩৫)।

ভালুকা মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ ভরাডোবা বাসট্যান্ডের ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ