আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবরোধ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়ার অংশ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাট এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করে।

প্রার্থী হতে আগ্রহী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের অনুসারীরা কেরানীহাট গরুর বাজার থেকে মশাল মিছিল শুরু করে কেরানীহাট গোলচত্বরে গিয়ে শেষ করেন। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মশাল হাতে বিক্ষোভকারী নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম–১৫ আসনে ‘জনগণের প্রার্থী’ মুজিবুর রহমান চেয়ারম্যানকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা অবিলম্বে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি দাবি জানান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ সাফি বলেন, এ আসনে ত্যাগী নেতাকে বঞ্ছিত করা হয়েছে; তাই মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম বলেন, আন্দোলন–সংগ্রামের সময়ে মুজিবুর রহমান বিভিন্ন মামলার শিকার হলেও আপসহীন ছিলেন। এমন একজন নেতাকে বাদ দেওয়ায় তৃণমূল ক্ষুব্ধ।

দোহাজারি হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যায় প্রায় অধাঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল। পরে সাতকানিয়া ও লোহাগাড়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ