আজ : শুক্রবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘ঐতিহাসিক লালদিঘীর ময়দানের মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টলাবাসী মুখিয়ে আছেন’

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারাল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ৫ দফা দাবি আদায়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামের ৮ দলের সমাবেশ জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীকাল ঐতিহাসিক লালদিঘীর ময়দানের মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টলাবাসী মুখিয়ে আছেন। মূল সমাবেশ ২টায় শুরু হলেও সকাল থেকে চট্টগ্রাম মিছিলের নগরীতে পরিণত হবে বলে আশা করছি ইনশা আল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে ৮ দলের বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে লালদীঘির ময়দান পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চটগ্রাম মহানগর সভাপতি আবু মুজাফফর মুহাম্মদ আনাছ, ইসালামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সহ—সভাপতি নুরুদ্দীন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল—মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী ও আমির হোসাইন, কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ